পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సి8 ধৰ্ম্ম-পুরা বৃত্ত । এত যত্বে নিত্য যারে করিছ সাজন । সুগন্ধি দ্রব্যেতে সদা কর বিলেপন ॥ নিত্য যাঁরে এত যত্নে করহ মার্জন | নানা বস্ত্ৰ অলঙ্কারে কর স্থশোভন ॥ যাহার রক্ষার হেতু এতেক যতন । কুকুর শৃগালে তারে করিবে ভক্ষণ ॥ যাহাতে কিঞ্চিত ম’লা হইলে তখনে । জলাশয় ম’ল। কর গিয়া ততক্ষণে ॥ এক দিন হ’বে তাহা শ্মশান-অঙ্গার । কেন এত যত্ন তবে করহ তাহার ॥ “ অনিচ্চ-আনাও-দুখ৷ ” অতএব জপ । যাইবারে যদি ইচ্ছা সৰ্ব্বজ্ঞ-সমীপ ॥ ধৰ্ম্ম-পুরাবৃত্ত কথা অমৃত সমান । কর্ণপথে সাধুগণ করে সদা পান । অন্তে ধৰ্ম্মরাজ-পদ পাইবার আশে । পদ্য ছন্দে ধৰ্ম্মরাজ রচে বঙ্গ ভাষে ।