পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দীনমাহাত্ম্য । ব্রাহ্মণ-ব্রাহ্মণী আরো শিশু এক জন । এক অজা আর আমি এই পঞ্চজন ॥ এই মতে কতদিন যায় তার ঘরে। যার যেই পাপ-পূণ্য ভোগে এসংসারে ॥ আর দিনে দেখ এক দৈবের ঘটন। ব্রোহ্মণ চলিয়া গেল ছিল নিমন্ত্রণ ॥ দ্বিজ-পত্নী গেল পরে জল আনিবারে । গৃহের রক্ষক মাত্র রাখি গেল মোরে ॥ সৰ্ব্বজ্ঞ মহিমা কেবা ৰুঝিবারে পারে। যার যেই কৰ্ম্ম-ফল খণ্ডাইতে নারে । অজার সংহার হেতু আসে এক শিবা। কৰ্ম্মের নিৰ্ব্বন্ধ পারে খণ্ডাইতে কেবা ॥ শিশু বধিবার হেতু আসে এক নাগ । এক সাথে দুই দশ কৰ্ম্মের বিপাক ॥ মনে মনে ভাবি আমি করিব কেমন । একেশ্বর কিমতে রাখিব দুই জন ॥ শিবাকে তাড়ায়ে যদি আজ রক্ষা করি । তবে সৰ্প শিশু দংশি যাইবেক মারি ॥ এই মত ভাবি মম মনে হলো ভয় । না জানি ব্রাহ্মণী আদি কিবা মোরে কয় ॥, సిసి