পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম-পুরাবৃত্ত । ভাবিয়া চিন্তিয়া মনে করিলাম সার । যে হৌক সে হৌক রাখি ব্রাহ্মণ-কুমার ॥ এত ভাবি সৰ্প মারি রাখিনু কুমারে । শৃগাল চলিয়া গেল মারিয়া অজারে । তবে কতক্ষণ পরে দ্বিজের রমণী । জল লয়ে নিজালয়ে আসিল আপনি ॥ তবে সে দ্বিজের নারী জল রাখি ঘরে । মৃত ছাগ পড়িয়াছে দেখিল গোচরে ॥ ছাগল দেখিয়া, মরা দ্বিজের রমণী । কারে কিছু না বলিয়া রহিলেন মোঁনী ॥ তার কতক্ষণ পরে আসে দ্বিজবর । ব্রাহ্মণী কহিল ইহা ব্রাহ্মণ গোচর ॥ বনিতার বচন শুনিয়া তপোধন । ক্রোধ করি মোর প্রতি বলিল বচন ॥ এত দিন অন্ন দিয়া পোষিলাম তোরে । শৃগাল মারিল অজা তুই থাক্তে ঘরে ॥ এত বলি দণ্ড ল’য়ে করিল প্রহর । দণ্ডের প্রহারে মম হইল সংহার ॥ সেই কালে মোর মনে ফরা-নাম হ’লো । একবার “ফরা" বলি মোর প্রাণ গেল