পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানমাহাত্ম্য । לe \5 কাগজ করিয়া এই আকাশ প্রমাণ । কদাচিত পারে কেহ করিতে লিখন ॥ তথাপি বলিতে না পরিবে সেই জন । এত ফল হয় এই শাস্ত্রের বচন ॥ কৰ্ম্ম-ফল বর্ণন । حماسی-اجهه سه পূর্বে যে সকল লোক করিয়াছে দান। এই জন্মে সে সকল ভুঞ্জয় সম্মান ॥ কেহ রাজা, কেহ প্রজা, কেহ দ্বিজকুলে। কেহ ধনী, কেহ স্থখী, নানা কুতুহলে ॥ ইহলোকে যে সকল করিয়াছে দান । পরকালে সে সকল পাবে স্বৰ্গস্থান ॥ অন্য জন্মে যে সকলে করিয়াছে পাপ । ইহ জন্মে সে সকল ভুঞ্জে নানা তাপ ॥ কেহ অন্ধ, কেহ রোগী, কেহ মাগি খায়। কেহ কাণ, কেহ খোড়া, বস্ত্র নাহি গায় ॥ কেহ কাক, কেহ শিবা, পশু নানা জাতি । কীট, পিপীলিকা হয়ে-দুঃখ পায় অতি ॥ .