পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম-পুরাবৃত্ত । وفي م نه বুদ্ধিমান দয়াশীল ক্ষমাবস্তু ধীর। রূপবান বলবান রাজা পৃথিবীর ॥ দেবকুলে ব্রহ্মকুলে জন্ম হ’বে তার। সুখ ভোগ করিবেক বিবিধ প্রকার ॥ শ্রমণ-শ্রমণী ভিক্ষু-ভিক্ষুণী যে আর । শাস্ত্রমতে না চলিয়া করে অনাচার ॥ অন্ন, জল, বস্ত্র অাদি নান উপহার । করিবেক ভক্ষণ দক্ষিণ লবে’ অর ॥ “ কৰ্ম্মস্থান’ আদি কিছু ধ্যান না করিবে। “ ফরা-তারা-সাংঘ-গুণ ” কিছু না জানিবে । ফরা মূর্তি, কেয়ং, জেদী যে জন ভাঙ্গিবে। বটাশ্বখ আদি বৃক্ষ, প্রাণীকে হিংসিবে ॥ ইচ্ছামত কায-কৰ্ম্ম সৰ্ব্বদা করিবে । মিথ্যা বাক্য বলিতেও কুণ্ঠিত না হবে। নিজ-শাস্ত্র ছাড়ি অন্য-শাস্ত্র যে পড়িবে। না করিয়া লেখা-পড়া বসিয়া থাকিবে । এই সব যদি দান গ্রহণ করিবে । সেই সব ঋণ তুল্য জরিয়া থাকিবে ॥ কত দিন পরে যবে ত্যজিবে জীবন । সেই ঋণ হেতু যাবে - শমন ভবন ।