পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भानभाइोच्चा । এসব নিগুঢ় তত্ত্ব না বুঝিয়া নরে । ধৰ্ম্ম জ্ঞানে অবিরত পাপ পথে চরে ॥ পাপকে ভাবয় ধৰ্ম্ম ধৰ্ম্মে ভাবে পাপ । দুঃখকে ভাবিয়া স্থখ পায় পরিতাপ ॥ ত্যকে অনিত্য ভাবে, অনিত্যকে নিত্য। অসত্যকে সত্য ভাবে, সত্যকে অসত্য ৷ অসারকে ভাবে সার, সারকে আসার । না জানে পার্থিব সুখ, সকলি অসার ॥ অসার সুখেতে মগ্ন হ’রে সর্ববলোকে । মজিয়া রহিয়া আছে অজ্ঞানতাকূপে । ব্ৰহ্ম, কীট, চরাচরে করি কৃপাদৃষ্টি । পাপ-হস্তে রক্ষা করিবারে এই স্বষ্টি। বারে বারে বুদ্ধগণ হ’য়ে অবতার। হরণ করেন পৃথিবীর পাপভার। র্তাহাদের বিশ্বারাধ্য চরণ-যুগলে । সাষ্টাঙ্গে প্রণতি করি পড়ি ভূষিতলে । দয়া করি মোরে প্রভু সংসারতারণ । । ংসার-সাগর হতে করছ তারণ ॥ অনাথের নাথ প্রভু দয়ার পাথার। অসময়ে • অনাথের করো প্রতিকার । ھہ چ