পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন । এই গ্ৰন্থখানি “ খংমৌজা ’ নামক এক থানা অতি পুরাতন হস্ত-লিখিত গ্ৰন্থকে আদর্শ রাখিয়া লিখিত হষ্টয়ছে। ইহাতে “ খ-মোজার ” ভাল ভাল প্রবন্ধগুলি সংগৃহীত হইয়াছে । অপরাপর প্রবন্ধ গুলি ব ভাৰসংগ্ৰহ করিয়াছি বই নয় । ভাবার্থের কোনও বৈলক্ষ ৭্য ঘটে নাই। “ খংমৌজা ’ শব্দের অর্থ সৰ্ব্বজাতীয় লোকে বুঝিতে পারে কি না সন্দেহ এবং গ্রন্থখানিতে দান-ধৰ্ম্ম মাঠ। স্ম্যই অধিকাংশ বর্ণিত হষ্টয়াছে, এই দুই কারণে, JBBB S BBSKBBBBS BB BBBB BBDD S BB BBB স্থান দুরূহ বোধ হইয়াছে, নিম্নে তুহার টীকা করিয়া দিয়াছি। গ্রন্থের অনেক স্তানেই ধৰ্ম্মা, মগী এবং প{লী-ভাষার শব্দ ব্যবহার করিতে হইয়াছে । সেই সকল শব্দের অর্থ কোন ভাষায় কিরূপ হুইবে, তাহাও লিখিয়া দিয়াছি। ইহা যতদূর সরল হষ্টতে পারে, ততদূর সরল এবং সহজ বোধা করিবার জন্য প্রয়াস পাইয়।ছি, কিন্তু কত দূব কৃতকাৰ্য্য হইয়াছি বলিতে পারি না । পাঠকগণের হস্তেই তাহার বিচার ভার অর্পণ করিলাম । যদি ইহার কোন স্থানে ভুল প্রমাদ থাকে, তনুগ্রহ করিয়া জানাইলে, সাদরে গৃহীত হস্তবে এবং কৃতজ্ঞতার সহিত দ্বিতীয় সংস্করণে সংশোধন করা যাইবে । ইহা দ্বারা তাম্মদেশীয় বৌদ্ধগণের কিঞ্চিম্মাত্র উপকার এবং ধৰ্ম্মজ্ঞান লাভ হইলেই শ্রম সার্থক বিবেচনা করিব, ইতি । কলিকাতা । } শ্ৰীধৰ্ম্মরাজ বড়ুয়া। ১২৪৬ মগাবা, ২৪শে চৈত্র।