পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানমাহাত্ম্য । খঞ্জ হ’য়ে ইচ্ছা মম লঙ্ঘিতে ভূধর । ভেলক সহায়ে ইচ্ছা লঙ্ঘিতে সাগর ॥ নাসাইন আশা যেন সুবাস গ্রহণে । নেত্রহীন হ’য়ে ইচ্ছা স্বরূপ দর্শনে ॥ শ্রবণ নাহিক ইচ্ছা করিতে শ্রবণ । রসনাবিহীন আশা স্থতার গ্রহণ ॥ মম এ চুরাশী যত করিয়া শ্রবণ। নাহি জানি পরিহাস করে কত জন ॥ ইচ্ছাময়-ইচ্ছা বিনা কিছু নাহি হয়। কেন হেন ইচ্ছা মোরে দিলে দয়াময় ॥ যদি ইচ্ছা দিলে কেন না দিলে শকতি । নাহিক শকতি মম কি হইবে গতি ॥ অগতির গতি নাথ ডাকি বার বার । সমূহ বিপদ ঘোরে করহ উদ্ধার ॥ অগতির গতি বিনা কেবা অগতিরে। গতি দিবে এ অগতি জলধির নীরে । আগেত দিয়েছ আশা যদি না পূরিবৈ । অকলঙ্ক নামে তব কলঙ্ক হইবে ॥ এ মহা সমরে যদি হই পুরাজয়। সে লজ্জা তোমার নাথ আমার তা নয় ॥