পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানমাহাত্ম্য । সেই কথা কহি আমি রচিয়া পয়ার । অবহেলে শুনে কেন সকল সংসার ॥ শুদ্ধাশুদ্ধ হয় যদি সকলে ক্ষমিবে । বর্ণজ্ঞানহীন আমি সকলে জানিবে ॥ বিজ্ঞজন পরদোষ কভু নাহি লয়। আপনার দোষ সেই আপনি দেখয় ॥

সেতুদানমাহত্ম্যে বিধুউপাখ্যান । রাহন্তা সকলে বলে আনন্দ সুজন । দানের মাহাত্ম্য কিছু করহ বর্ণন ॥ কি দান করিলে নর কিবা ফল পায় । দান-ফলে অন্তে কোন পরলোকে যায় । বিস্তারিয়া সে সব বৃত্তান্ত কহ শুনি । কৃতাৰ্থ হইব শুনি ইহার কাহিনী ॥ এ বাক্য শুনিয়া কহে আনন্দ সুজন। শুন বলি সকলে হুইয়া এক মন ॥ ।