পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানমাহাত্ম্য । § & কোথায় হ’তেছে গুরু সবার গমন । এই স্থানে দাড়াইয়া কিসের কারণ ॥ এতেক শুনিয়া তবে কহে ভিক্ষুগণ* । যে কারণে রহিয়াছি শুনহ বচন ॥ সম্মুখে কর্দম দেখি ভাবিতেছি মনে । পার হয়ে আই কুলে যাইব কেমনে। এত শুনি বিধু তবে হ’য়ে করযোড় । কহিতে লাগিল সব রাহস্তা গোচর । অবধান কর শুন মম নিবেদন । এই খানে কিছুক্ষণ রহ চারি জন ॥ তবে বিধু বহু মতে উপায় করিল। তৃণ কাষ্ঠ আদি তথা কিছু না পাইল ॥ কিছু না পাইয়া বিধু ভাবিল মনেতে । রাহন্ত সকলে পার হইবে কি মতে ॥ ফিরিয়া চলিল বিধু ভাবি মনে মনে । যাইতে গোমুণ্ড এক দেখিল নয়নে ॥ • ভিক্ষু,—বৌদ্ধপুরোহিতদিগের নামান্তব, এই নাম সিংহলে অধিক প্রচলিত। ভিক্ষু-পদাভিষিক্ত হওয়ার পর দশ বৎসর $ so পর্য্যস্তু এই উপাধি ।