পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানমাহাত্ম্য । 令> তুমি কৃপা কর যারে, সে জন চলে সত্বরে কিবা স্বর্গ মিৰ্ব্বাণের ঠাই । তুমি সে চালাও যথা, জীব সব চলে তথা তুমি ভিন্ন আর কেহ নাই ॥ তুমি সুখী তুমি রোগী, তুমি জ্ঞানী তুমি যোগী বৈদ্যরূপী তুমি ভগবান। তুমি কৃপা কর যারে, সে যায় নিৰ্ব্বাণ পারে ছাড়াইয়া ভবের বন্ধন। দীন হীন ধৰ্ম্মরাজ, পাইবারে ধৰ্ম্মরাজ পদযুগ, করি আকিঞ্চন । ধৰ্ম্মপুরাবৃত্ত কথা, শ্রবণে অমৃত গাথা পদবন্দে করে বিরচন ॥ পয়ার । আনন্দ করিল যদি এতেক স্তবন। কহিতে লাগিল বুদ্ধ প্রফুল্লবদন ॥ আর এক কথা কহি শুন দিয়া মন । গোসাঞি সম্মুখে দীপ দিবে যেই জন ॥