পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ ধৰ্ম্ম-পুরাবৃত্ত। ঘৃত তৈল অথবা সে দিবে মোমবাতি। যেবা দিবে তিল-তৈল শুন তার কীৰ্ত্তি ॥ তিন কল্প থাকে সেই ইন্দ্রের নগরে। বহুবার চক্রবর্তী হইবে সংসারে ॥ কার্তিকের চাদে দিবে আকাশ-প্রদীপ । শত কল্প থাকিবে সে ব্রহ্মার সমীপ ॥ দিব্য জ্ঞান দিব্য চক্ষু দিব্য কলেবর। নরকুলে জন্মে সেই হ’য়ে সাধু নর ॥ হীনকুলে জন্ম না হইবে কোন কালে । চক্রবর্তী রাজা হ’বে এ মহীমণ্ডলে ॥ আকাশ-প্রদীপ যেই মানব তুলিবে । কোন কালে সেইজন নরকে না যাবে। অন্তকালে যাবে সেই অরূপ ভুবন * । কতেক কহিব তার পুণ্যের কথন । এত শুনি রাহন্তারা করে জিজ্ঞাসন । আকাশে প্রদীপ দিবে কিসের কারণ ॥ সেই কথা বিস্তারিয়া কহ মহাশয় । তব মুখে শুনি সব ঘুচিবে সংশয় ॥ • অরূপ ভুৱন—ব্রহ্মার বিংশতি পুরীর মধ্যে সৰ্ব্বোপরিস্থ o & 33 চুরি পুরীর নাম “ অরুপব্রহ্মলোক বা অরূপ ভুবন ।