পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ર૭ ) পুষ্প এবং পুষ্প-মালা-দান মাহাত্ম্য কথন । আনন্দ কহেন চাহি যত ভিক্ষুগণ । আর এক পূণ্য কথা করহ শ্রবণ ॥ পুষ্প দান করে যদি শুন তার ফল । গোসাঞিকে দিবে পুষ্প নর যে সকল । শুনহ বৃত্তান্ত , তার হে রাহন্তগণ । ভগবান-মুখে যাহা করেছি শ্রবণ ॥ কাশ্যপ নামেতে যবে তথাগত ছিল । অনেক রাহন্তা তার সংহতি আছিল । একজন গিয়াছিল তীর্থ দরশনে । পথে দেখা পাইল মনুষ্য একজনে ॥ রাহন্তা দেখিয়৷ সেই মন হরষিতে । পুষ্প এক দান কৈল রাহন্তার হাতে ॥ পুষ্পম দিয়া প্ৰণতি করিল ভিক্ষুবরে । অন্তে গেল ধৰ্ম্ম-ফলে ইন্দ্রের নগরে ॥ স্বৰ্গপুরে ত্রিশ কল্প স্থখ ভোগ করি । পুনরপি আসিয়া, জন্মিল মর্ত্যপুরী ।