পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Woe! ধৰ্ম্ম-পুরাবৃত্ত । । পাপেতে পাপই বাড়ে দানে বাড়ে পুণ্য মরণ কালেতে সঙ্গে যুয়ে দুই জন ॥ দান কৈলে ধৰ্ম্ম লভে ধৰ্ম্ম হ'তে সুখ । মন্দ কৰ্ম্মে পাপ হয় পাপে বাড়ে দুখ ॥ ছত্ৰ-দান-মাহাত্ম্য । مسیحجههای محاسبه ছত্র দান করে যেবা শুন তার তত্ত্ব । বিস্তারিয়া কহিতেছি তাহার মাহাত্ম্য ॥ কনক রজত ছত্র যে দে গোসাঞিরে । দশ কল্প থাকে সেই অমর নগরে ॥ উপেজে * শ্রমণে + যেবা দিবে ছত্র দান। অষ্টাদশ কল্প সেই বসে ইন্দ্রস্থান ॥

  • ভিক্ষু এবং উপেজে এক অর্থ, কিন্তু ভিন্ন ভিন্ন ভাষা এই মাত্র বিশেষ । প্রথমটী পালীভাষা, দ্বিতীয়টা বৰ্ম্মাভাষা, পাঞ্জাং (মগী),-ভিক্ষুগণের মধ্যে র্যাহার। ধৰ্ম্মের পঞ্চাঙ্গ প্রতিপালন করেন, তাহদের নাম পালীভাষায় পাঞ্চঙ্গ। এবং বাঙ্গাল

ভাষায় পঞ্চাঙ্গ বলে । + পালী শামাণে ; শামাণী । অষ্টম বৎসরে সকলকেট শামাণো হইতে হয় । অস্মদেশে শামীণী বলিয়া থাকে, কিন্তু তাঙ্ক বলা অন্তায় । কেননা, শামাণী স্ত্রীলিঙ্গে ব্যবহৃত হয় । পুংলিঙ্গে শামাণে । or &