পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানমাহাত্মা । সুরপুরে নানা মত করিবেক স্থখ । দেব কন্যা লয়ে সদু করিবে কৌতুক । নরকুলে জন্ম হ’বে হু’য়ে জ্ঞানবন্ত । ইহার পুণ্যের ফল জানিবে অনন্ত ॥ ইনকুলে জন্ম নাহি হ’বে কোনকালে । ধৰ্ম্মবন্ত ক্ষমাশীল হ’বে রাজকুলে ॥ শুনিয়া রাহন্তাগণ পুনঃ জিজ্ঞাসিল । একথা শুনিয়া বড় সংশয় জন্মিল ৷ আপনি কহিলে এই .করিনু শ্রবণ । ছত্র দান ফরাকে করিবে যেই জন । দশ কল্প রহিবেক অমর-ভুবন । সংঘেরে করিলে দান অষ্টাদশ গুণ ॥ আগে বুদ্ধ পিছে সংঘ সৰ্ব্বলোকে জানি । অধিক সংঘকে দানে অদ্ভুত কাহিনী । রাহন্তাগণের মুখে এতেক শুনিয়া । কহিলেন শ্ৰীআনন্দ বিস্তার করিয়া ॥ যাহা ভগবান-মুখে করেছি শ্রবণ 1, সেই মত বলিতেছি করহ শ্রবণ ॥ এই কথা আমি পূর্বে জিজ্ঞাসি ফরাকে । এইরূপ ভগবান কহেন আমাকে ॥ 9