পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७२ ধৰ্ম্ম-পুরাবৃত্ত । শুন রে আনন্দ তুমি তার বিবরণ। জিজ্ঞাসা করিলে তুমি যে সব কথন । বুদ্ধ নামে জান সেই আমি ভগবান । ধৰ্ম্ম নামে ধৰ্ম্ম-শাস্ত্র করেছি বাখান ॥ ংঘ নামে দেখ যত শ্রাবক* মণ্ডল । মম ধৰ্ম্ম যাহারা ধরায় প্রচারিল ॥ ংঘ হ’তে ফরা-তারা সকলে মানিবে । ংঘ না থাকিলে নর কিছু না জানিবে। অতেব সংঘেরে দানে পুণ্য বহুতর । শুনহ শ্রাবক-শ্রেষ্ঠ আনন্দ সোদর ॥ খুক্কাf মালীবোহা দান করে যেইজন। দুই কল্প থাকিবে সে অমরভুবন ॥

  • শ্রাবক—বৌদ্ধ-ভিক্ষু, উপেজে, রাউলী । + এক প্রকার পতাকা । ইহা কাঠালপাত দ্বারা পাণের থিলির মত তৈয়ার করিয়া তদভ্যন্তরে সূত্রবদ্ধ রুই দিয়া ধ্বজ এবং ছত্র প্রভৃতির কোণায় ঝুলাইয়া দেয় । ( বৰ্ম্ম ভাষা ) ।

ইহা কাগজ দ্বারা প্রস্তুত করে এলং ধ্বজদণ্ডের উপরিভাগে বেষ্টন করিয়া দিতে হয় । কাগজখণ্ডের একপাশে কেশরবৎ করতঃ কাটিয়া দিতে হয়। ( বৰ্ম্ম ভাষা )।