পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vවි8 , ধৰ্ম্ম-পুরাবৃত্ত । ধৰ্ম্ম ফলে জন্ম তার হবে নরকুলে । কুলবন্ত-ঘরে জন্ম হ’বে ভূমণ্ডলে । কুলেশীলে রূপে গুণে হ’বে মহাতেজ । এই মতে কত বার হইবেক রাজা ॥ মহারাজ চক্রবর্তী হবে শতবার । সসাগর বহুসন্ধর শাসিবে অপার । হয়, হস্তী, গো, মহিষ, সপ্তরত্ন আদি । শ;সিবে সকল রাজ্য সাগর অবধি ॥ শতেক অমাত্য হ’বে সৈন্য অগণিত । রথ, রথী, পদাতিক হ’বে অপ্রমিত ॥ সুন্দর আলয় পাবে স্থবৰ্ণ-প্রাচীর । পরশপাথর, মণি-মুকুতা-মন্দির ॥ সহস্র রমণী পাবে রূপে বিদ্যাধরী। দ্বিসহস্র পুত্র এক সহস্ৰ কুমারী ॥ তার দ্বারে দিবানিশি বাজিবে বাজনা । গন্ধবের্বরা গাহিবে নাচিবে দেবাঙ্গন ॥ এইরূপে কত কাল মর্ত্য ভোগ করি । দিব্য জ্ঞান পেয়ে পুনঃ যাবে স্বৰ্গপুরী ॥ ভাল কৰ্ম্মে ভাল গতি পাপ কৰ্ম্মে শূন্য দ্বানেতে দুৰ্গতি খণ্ডে পাপেতে তারণ্য ॥