পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানমাহাত্মা । অতএব সাধ্যমতে কর সবে দান । যমদণ্ডে দান হতে পাবে পরিত্রাণ ॥ এত শুনি শ্ৰীআনন্দ করি যোড় হাত । পুনরপি পুছিলেন সৰ্ব্বজ্ঞ-সাক্ষাত ॥ কি দিয়া বানাবে ধ্বজ কেমন প্রমাণ । বিস্তারিয়া সেই কথা কহ ভগবান ॥ তবে ভগবান কহে সেই সব কথা । শুনিতে শ্রবণ-স্থখ খণ্ডে মনোব্যথা ॥ বসন, সূতায় কিম্ব বংশ-বেত্ৰ দিয়া । পতাকা বানাবে এই প্রমাণ করিয়া ॥ অষ্টবিংশ হাত পূর্ণ কেতন নির্ণয়। চতুর্দশ হস্তে অৰ্দ্ধ জানিও নিশ্চয় ॥ সপ্ত হস্তে চতুর্থাংশ পতাকা বাখান । পতাকা বানাবে করি এমত প্রমাণ ॥ ছোট ধ্বজ বানাইয়া যেই জন তোলে । ততই ধৰ্ম্মের ফল মুনিগণ বলে । এ জন্মে করিলে দান পরলোকে পায়। নরলোকে জন্ম হ’লে স্থখেতে কাটায় । রোগ-ব্যাধি তার অঙ্গে কিছু না থাকিবে । অন্তকালে যমপুরে কুভূ না যাইবে ॥ S&