পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম-পুরাবৃত্ত । বেদী ও বিহার দান করে যেই জনে। তাহার পুণ্যের কথা শুন এক মনে ॥ তৃণ কাষ্ঠ যত লাগে মন্দির প্রমাণ । ততকাল থাকে সেই পুরন্দর-স্থান । মগীভাষে “ক্যাঙ্গ * বলে বঙ্গেতে “ বিহার ।” বাঙ্গালায় “ বেদী • মগী “চিঙ্গ সারোদ্ধার ॥ ক্যাঙ্গ চিঙ্গ পরিষ্কার করে যেই জন । কোটী-কল্প ইন্দ্রপুরে রহে সেই জন ॥ নরজন্মে হইবেকু • সেই মহাতেজ । দশবার হইবেক চক্রবর্তী রাজা ॥ বুদ্ধ-প্রতিমূৰ্ত্তি যেই করয় স্থাপন। তার সম ধাৰ্ম্মিক নাহিক ত্রিভুবন ॥ স্বর্ণ, রৌপ্য, পিত্তলাদি—অষ্ট ধাতু দিয়া । পাষাণ-ইষ্টক কিম্বা বৃক্ষের গঠিয়া ॥ তাহার ধৰ্ম্মের কথা কহিতে বিস্তর। ত্রিশকোটী-কল্প রহে অমর-নগর । সুরপুরে বহুবিধ স্থখ ভোগ করি। ধৰ্ম্মফলে পুনঃ জন্ম হবে মর্ত্যপুরী । পৃথিবীতে মহারাজ হবে ধৰ্ম্মফলে । • সসাগরা 'পৃথিবী শাসিবে বাহুবলে ।