পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

लानमांझांप्यूT । শ্রেমণ করায় যদি অন্যের বালক । চারি-কল্প থাকিঝে সে গিয়া স্থরলোক । জ্ঞাতি-পুত্র শ্রমণ করায় যেই জন । পঞ্চ-কল্প থাকিবে সে অমর-ভুবন ॥ নিজ-পুত্র যেই জন করায় শ্রমণ। দশ-কল্প থাকে সেই ইন্দ্রের ভুবন ॥ আপনি শ্রমণ হ’লে শুন তার কথা । ষোল-কল্প পর্য্যন্ত থাকিবে ইন্দ্র যথা ॥ পঞ্চাঙ্গ* করায় যদি অন্যের কুমার। ধৰ্ম্ম-ফলে অষ্ট-কল্প স্বর্গে বাস তার ॥ জ্ঞাতি-ভ্রাতৃ-পুত্র যদি উপের্জে করায় । অষ্টাদশ-কল্প স্থরপুরে বাস তায় ॥ ধৰ্ম্মপুত্র পোষ্যপুত্র ভিক্ষু করে যদি। সুরপুরে থাকিবে সে দশ-কল্পাবধি ॥ আপনি ভিক্ষুক হ’লে মহাফল হয়। ত্রিশ-কল্প থাকিবে সে ইন্দ্রের আলয় ॥ বৌদ্ধ-কুলে জন্মি ? যদি না হয় শ্রমণ । পিতৃ শ্রদ্ধ-উপযুক্ত নহে সেই জন ॥

  • উপেজে, ভিক্ষু,শুধুবক ।