পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম-পুরাবৃত্ত । তাল ফল দান করে শুন তার কথা । দশ-কল্প থাকিবে সে দেবরাজ যথা ॥ নরকুলে জন্ম হৈলে ইবে মহাজন। রোগ-ব্যাধি তার অঙ্গে না হ’বে কখন ॥ বারে বারে নরলোকে সুখ ভোগ করি। অন্তকালে চলি যাবে দেবের নগরী ॥ কাংস্য, করতাল আর মৃদঙ্গ, বাঝরি । শঙ্খ, ঘণ্টা আদি বাদ্য দোহরী, মোহরী ॥ বাঁশরী, পিনাক, কাড়, দোতারা, মন্দির। ঢাক, ঢোল, শিঙ্গা আদি তেতারা, সেতারা ॥ চামর, ব্যজন, ছত্র আদি করে দান । এসকল দান কৈ’লে যাবে ইন্দ্র-স্থান ॥ নৌকা দান করে যদি তার ধৰ্ম্ম শুন । তা’কে মহাদাতা বলি কহে ভগবান । দীঘী-পুষ্করিণী আদি দান করে যদি। ইন্দ্রপুরে থাকে সেই দশ-কল্পবধি । জল-ছত্ৰ দান দিবে যেই মহাজন । তিন-কল্প থাকিবে সে অমর ভুবন। ধৰ্ম্ম-ফলে জন্ম হ’বে এ মহীমণ্ডলে। .রোগী, ছুৰী, নির্ধন না হবে কোল কালে ।