পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানমাহাত্ম্য । মাতা-পিতা সম গুরু নাহিক ভুবনে । , পিতা হৈতে মাত শ্রেষ্ঠ কহে সৰ্ব্বজনে ॥ মাতৃ-পিতৃ সেবা বিধিমতে যেই জন । ভক্তিমনে নিত্য নিত্য করে সেই জন ॥ অন্তকালে রথে চড়ি আনন্দিত মনে । .চলিয়া যাইবে সুখে ইন্দ্রের ভুবনে ॥ দান কৈলে ধৰ্ম্ম হয় ধৰ্ম্মে পায় স্বর্গ। দেবলোকে সুখে থাকে কহে মুনিবৰ্গ ॥ ইহলোকে দান করে পরলোকে পায়। দীন-ধৰ্ম্ম না করিলে নরকেতে যায় ॥ লুকাইয়া লোক সবে করে পাপকৰ্ম্ম । লোকে না জানিতে সব আগে জানে ধৰ্ম্ম ॥ সঞ্জীবনী পুরে আছে রবির কুমার। ধৰ্ম্মাধৰ্ম্ম পাপ-পুণ্য করেন বিচার ॥ বিচার করিয়া ধৰ্ম্ম ধৰ্ম্ম-অনুসারে । পাপীকে নরকে ফেলে সাধু স্বৰ্গপুরে ॥ পুণ্যবন্ত স্বর্গে যাবে পাতকী নরকে । না বুঝিয়া পাপকৰ্ম্ম করে নরলোকে । চৌরাশী হাজার আছে নরকের কুণ্ড । পাপী সকলেরে যম করে তাতে দণ্ড ॥