পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জানমাহাত্ম্য । দিবানিশি দূতগণ করিবে প্রহার। সবে বলে মার মুরি এই শব্দ সার ॥ কোন কুণ্ডে বিষ্ঠা খায় তপ্ত অগ্নি তাপ । এই মতে দুঃখ পাবে ষে করিবে পাপ ॥ কোন কুণ্ডে খড়েগ কাটি করে খান খান । কোন কুণ্ডে ঘাড়ে ধরি করে অপমান ॥ কোন কুণ্ডে সাড়াসীতে চৰ্ম্ম ধরি টানে। কোন কুণ্ডে দুই হাতে বক্ষঃদেশে হানে ॥ কোন কুণ্ডে অস্থি কাটি’করে খণ্ড খণ্ড । কোন কুণ্ডে কালদূতে হানে যমদণ্ড ॥ মুত্র-কুণ্ডে পড়ি মূত্র করে সে আহার । তাতে পুনঃ কালদূত করয় প্রহার ॥ কোন কুণ্ডে লৌহ দণ্ডে দূতগণ যারে । দিবানিশি দণ্ড করে পাতকী সবারে ॥ পিতা, মাতা, গুরুকে না মানে যেই জন । অবীচি * নরকে সেই হইবে পতন , সেই নরকের মধ্যে পড়ে যেই জন । কল্পে কল্পে কখন সে না হ’বে মোচম n

  • পালীভাষার - আউঈচি” কহে ।

"ছ