পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

भाँनयाँ शॉर्धा । ११ সেই ভিক্ষুহস্তে কিছু যদি করে দান । তাহাতে না হ’বে ধৰ্ম্ম কহে ভগবান ॥ প্রতিজ্ঞা করিয়া যেবা করেন লঙ্ঘন । চারি-কল্প বাস তার নরক-ভুবন ॥ ধন আছে দান না করিল যেই জন । না শুনিল ধৰ্ম্ম-শাস্ত্র যাহার শ্রবণ ॥ অতিথি উপোসী রাখি অন্ন খায় যেবা । ংসারেতে তার সম পাপী আছে কেবা ॥ দান-ধৰ্ম্ম না করিল যেই সব নরে । কি সে আশা করে তারা যেতে স্বৰ্গপুরে ॥ পথিক প্রবাসী দেখি দয়া নাহি যার । শমন-আলয় যাবে সেই দুরাচার ॥ যার হস্তে ইহলোকে না করিল দান । তাহার হস্তের জল স্বরার সমান ॥ " বুদ্ধ-নাম না লইল যেই সব জনে । । না পড়িল ধৰ্ম্ম-শাস্ত্র যাহার বদনে ॥ যার কর্ণে না শুনিল ভগবান-নাম । ধৰ্ম্ম-শাস্ত্র-তারা অাদি অতি অনুপাম ॥" ; সংসারে অনেক আছে সৰ্ব্বজ্ঞ কৌতুক । , যার চক্ষুে ন দেখিল সেই সে মুরথ ॥ , ;