পাতা:ধর্ম্ম-পুরাবৃত্ত.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দানমাহাত্ম্য । 4. *: ধৰ্ম্ম-পুরাবৃত্ত-কথা অমৃত সমান । কর্ণপথে সাধুগণ করে সদা পান । দীর্ঘ-ত্রিপদী । রাজা হ’য়ে অবিচার, করে যেই অনিবার সেই দেশে হয়-অনাচার। ধৰ্ম্ম নষ্ট করে যেই, মহা দুরাচার সেই অন্তে যাবে নরক মাঝার ॥ দান করে এক জনে, নিবারয় অন্য জনে তার সম নাহি দুরাচার । বটাশ্বত্থ কাটে যেই, ভবে মহা-পাপী সেই অন্তে যাবে নরক মাঝার ॥ দেখিয়৷ পরের ধন, লোভ বশে যেই জন হরিয়া আনয় বাহু বলে। . ' কেয়ং চিং আর জেদী, ভিক্ষুকের ধন আদি ঘেব হরে এ মহীমণ্ডলে ।