পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/১১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় ζr শ্ৰুতকীৰ্ত্তি ॥ ( পাঠ ) পরে মহর্ষি বলিলেন, যে, যে পাপের বাল্মীকি নিষাদকে অভিসম্পাৎ দিয়াছিলেন, ভাবিয়\রেন্থিঃ লাম, আমি কিয়ৎ পরিমাণে সেই পাপের ভাগী হইতে বসিয়াছি। সময় থাকিতে সে পাপের প্রায়শ্চিত্ত্বের প্রয়োজন। অতএব শ্ৰীমান ও শ্রীমতী বধু-মাতাদের શઃ শান্তির জন্ত পূৰ্ব্বে যে ব্যবস্থা দিয়াছিলাম, মদন-মহোৎসবের রাত্রে তাহ রহিত করিতে চাই । বিরহ-দুঃখ উভয় পক্ষই ইতিমধ্যে অল্পবিস্তর ভোগ করিয়াছেন । অলম্ अंड़ेिं বিস্তরেণ। ফল হইবার হয় উহাতেই হইবে। ইতি .... . মাগুৰী ॥ ওঃ ! একটা দিনের মধ্যে . কত কাণ্ড, কত বিভ্রাট .....কী তুলক্লাম !-- . কিন্তু শ্রুতি ! .. তুষ্ট মাঝে থেকে কি কাণ্ড কয়লি বল দেখি ! s সীতা । সে কথা আর তুলিস্-নি, বোন,••• : উৰ্ম্মিলা। যেতে দাও......যেতে দাও......ছেলে মানুষ...... : নকুলিকা ॥ ও কিছু নয়,......একে এই দারুণ গরম... তাঁর ওপর নতুন বিরহ, .. তার ওপর ধূপের ধোয়া”: একেবারে তেরম্পর্শ ! ...এতে মাথাটা একটু বেঞ্জি 鷲 হবারই কথা। ঠিক থাকাই বিচিত্র। 醉 সকলে ॥ ও কিছু নয় • • • • •ও কিছু নয়...... 器 సెbr