এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
প্রথম অঙ্ক প্রথম দৃশ্ব [ অযোধ্যার রাজপ্রাসাদ, শ্ৰুতকীৰ্ত্তির আরাম-ঘর। হাতীর দাতের পালঙ্কে অৰ্দ্ধশয়ান মুক্তকেশী শ্ৰুতকীৰ্ত্তি ; প্রধান সহচরী নকুলিকা র্তার মুক্তকেশে ধূপের ধোয় দিচ্ছে। সখীর দল ইতস্তত ছড়িয়ে আছে ; এদের কারে হাতে চামর, কারে হতে পদ্মপাত ; কারো বা ধূপদানী, আবার কারে বা মৃণালের মালা। ] সর্থীর দল ৷ ( গাইছে) গায়ে সই সইবে না রোদ শুকিয়ে নে চুল ধূপদানীতে !