ধূপের ধোয়ায় নকুলিকা ॥ সাজ না হ’তেই সাজাল, ...কস্থর হয়েছে ! শ্ৰুতকীৰ্ত্তি ॥ দ্যাথ, নকুলিক . নকুলিক। এরা সব যে হুঙ্কা-হুয়ার দোহারুকী সুরু করেছে. ...আমি বলি সন্ধ্যেই বা হ’ল, ..... অযোধ্যায় আজকাল দিন-দুপুরে শেয়াল-রাগিনী শোনা যাচ্ছে !... ..সম্রাট বশিষ্ঠাশ্রমে গিয়ে অবধি এমনি অরাজকই হয়েছে বটে ! শ্ৰুতকীৰ্ত্তি ৷ নকুলিক ! .....সব সময়ে নকল ভালো লাগে না । নকুলিকা ॥ আসল মানুষকে ডাক্ব নাকি ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ আবার !...... নকুলিকা ॥ আবার কই ?..... এই তো প্রথম বার ......না, না, থুড়ি, ভুল হয়েছে......দ্বিতীয় বার। তা’ আমার উপর চোখ পাকালে কি হবে ? আমি আর কি করব বল ? দুপুর রোদ রে, তিন দেউড়ী পার হয়ে, চিঠি নিয়ে দৌড়-পাড়াপাড়ি কলুম,—তোমার তাকে বল্লুম,—চিঠি জর জবাব চাই। তিনি তখন নিজের তৈরী শত্রুঞ্জয় খেলার ছক পেতে বসেছেন,--খেলাতেই মত্ত, ঘাড় না তুলেই বলা হ’ল, ‘তুমি যখন পত্রবাহক তখন চিঠি যে জরুর-ই, তা বুঝতে পেরেছি ; কিন্তু জবাব?--এই পৰ্য্যস্ত ব’লেই ভুরু কুঁচ কে বাতাসের গায়ে আলপনা দিতে লাগলেন । আমি প্রহর খানেক দাড়িয়ে দাড়িয়ে চ’লে এলুম। শ্ৰুতকীৰ্ত্তি। উঃ পুরুষ মানুষ কি হৃদয়হীন !—কি স্বার্থপর ! খেলায় 8
পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।