ধূপের ধোঁয়ায় নকুলিকা ॥ না, না, তা’ও কখনো হয়, এত প্রণয় । শ্ৰুতকীৰ্ত্তি ॥ খুব হয় নকুলিকা, তুই পুরুষ মানুষকে চিনিস-নি, ওরা সাপের সঙ্গেও ভাব রাখে, আবার ব্যাঙের সঙ্গেও ভাব রাখে । তলারও কুড়োয়, গাছেরও পাড়ে । নকুলিকা ৷ আমার তো তা মনে হয় না । শ্ৰুতকীৰ্ত্তি। আচ্ছা তোর কি মনে হয় ঠিক কোরে বল দেখি । নকুলিকা ৷ আমার মনে হয় পুরুষ মানুষের মন গানের কলির মতন, কখনো ফাকের দিকে গড়ায়, কখনো বা সমের দিকে ঝেণকে । ভয়ের কোনো কারণ নেই, • • • • • •ফাকের দর থেকে দ্বিগুণ কোকে সমের ঘরেই ফিরে আসবে ......পুরুষ মানুষ...একটু ফাক ভালোবাসে,......মাঝে মাঝে একটু ফঁাকে না যেতে পেলে হুঁপিয়ে ওঠে। ওরা পার্থীর জাত••• ..হক-না-হক উড়ে বেড়াতে ভালোবাসে । শ্ৰুতকীৰ্ত্তি ॥ হু, পুরুষ মানুষ পার্থীর জাত, ওদের সব ফুৰ্ত্তির প্রাণ ; আর মেয়েমানুষ কুনো বেড়াল, কোণ থেকে নড়তে নেই । ( পরিক্রমণ ) নকুলিকা ॥ ( ছোট গলায় ) না, মাথা বিগড়েছে দেখছি, গোড়ে গোড় দিয়ে দেখা যাক । শ্ৰুতকীৰ্ত্তি ॥ আমাদের যেন প্রাণ ইপিায় না, আমাদের ফাকায় যাবার দরকার হয় না, যত জোয়ার-ভাটা ওঁদের প্রাণে ; আমাদের একটানা গঙ্গা, কেবল বর আর ঘর । زمان
পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।