ধূপের ধোয়ায় দিনে দিনে এ সব কি ঘটছে ? : - এগুলো কি সব উচিত হচ্ছে ? সীতা । কী গুলো ? শ্ৰুতকীৰ্ত্তি। এইযে আমাদের কাছে লুকিয়ে কোথায় সব যাওয়া হচ্ছে • • • • • • সীতা ॥ তা গেলত বা.. ...ঘুরে আসুক, চার ভাইয়ে তো প্রায় একঠাষ্ট হবার সুযোগ হয় না,------আশ মিটিয়ে বেড়িয়ে নিক,• • • • • •আমরাও চার বোনে মনের আশ মিটিয়ে গল্পগুজব ক’রে নিই, কবে আবার নন্দীগ্রামে চ’লে যাবি।• • • • • •আবার কবে দ্যাথা শুনে হবে তার ঠিক কি ? যে ক’দিন আছিল সে কটাদিন চার বোনে মিলে অযোধ্যাকে মিথিলা ক’রে তোলা যাবে, কি বলিস ? { শ্ৰুতকীৰ্ত্তি নিরুত্ত্বর ) চুপ ক’রে রক্টলি যে ?••••••ওদের ভায়ে ভায়ে ভাব, আর আমাদের বোনে বোনে বুঝি আড়ি ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ না দিদি আমার এ লুকোচুরি ভালো ঠেকৃছে না, . • • •দশবচ্ছর হোলো বিয়ে হয়েছে, এমন ভাব তো কখনো দেখিনি, আগে তো এ রকম ছিল না । মাগুৰী ॥ ধূমকেতু লে! ধূমকেতু, এ-সব ধূমকেতু ওঠার ফল,—এই মধুমাসে অসহ গ্রীষ্ম,. ు
পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।