ধূপের ধোয়ায় তন্দ্রাবুড়ী আর কোথা *......& নকখনের হোতায় ; ...... খেয়ে উঠে সবে পানটি মুখে দিইছি, ...সুমিত্তিরে রাণীর হুকুম হ’ল , ...যা’ রাম-নক্খনকে নিন্মাল্যি দিয়ে আয়, দিয়ে এলুম,. যাত্রা করে বেরিয়েছে, আর তো ঘর দুষ্কবে না, দিয়ে এলুম,.এসে সবে গা গড়াবার গোছ করিছি আবার ডাক পড়ল......কি সমাচার ? না, হাতির দাতের গাছ-কোঁটোয় ভূজ্জিপাতার লেখন আছে,..... যা, রামনকৃথনকে দিয়ে আয়,......পঞ্চাশটে দাসী রয়েছে,...... তা’ আর কাউকে দিয়ে বিশ্বাস হবে না,......আমাকেই নিয়ে যেতে হবে,......তা কি করব ? .....রাজার রাণী... ...মুখ ফুটে বললে,......ঠেলতে পারিনে ।..... কেটে বার করলুম,......খুলে দেখি অ-মা দুখান লেখন,......কোনখান নিই—কোনখানা থুই, বিষম ফাপর, ... সুধুতে গেলুম,......তা’ রাণী তখন পূজোয় বসেছে, . ...কারে স্বধুই কি করি? . ...তা কোঁটোস্থদ্ধই নিয়ে গেলুম । বেত্রবতী ॥ তা বেশ ক’রেছ......বুদ্ধির কাজই ক’রেছ। তন্দ্রাবুড়ী। তা’ আর বলতে ! নইলে কি আবার টানা-পোড়েন করব নাকি......সাতমহল মাড়িয়ে ?......এই রোদরে ? বেত্রবতী ॥ তা বই কি, তাতে এই বুড়ে বয়েস...... ነ তন্দ্রাবড়া। (গলা থাকার দিয়ে) না বেতন্ত দিদি, আমি বুড়ে . হইনি, আমায় রোগে করেছে। তা’ বা’ বলছিলুম, ృ&
পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।