পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোঁয়ায় তন্দ্রাবুড়ী। এত রঙ্গও জানিস্ তুই ! নকুলিকা ॥ রঙ্গ ?.কই, ঠোঁটে একটুও রং নেই, ......তুমি পান দিলে না, তন্দ্রাবুড়ী ! কুরঙ্গিক । খবরদার আয়ি! ওকে দিয়ে না, তোমায় বুড়ী বলেছে । নকুলিকা | খুড়ি, তন্দ্রাবুড়ী নয়, তন্দ্র আয়ি, ......না, না, চন্দ্র আয়ি,......এইবার দাও । তন্দ্রাবুড়ী ৷ তুই সেই পানের গানটা বল, নইলে দেব না । নকুলিকা ৷ তুমি দাও আগে...... তন্দ্রাবুড়া। তুমি গাও আগে...... নকুলিকা ৷ ( হাত পাতিয়া ) আচ্ছা ডান হাত বা হাত...... কুরঙ্গিক। আচ্ছ, আমি মীমাংসা ক’রে দিচ্ছি ; তুমি তান ছাড়, আর তুমি পান ছাড়, ই !......এইবার বিচারকের বেতন Çı (A & e o q ই ! নকুলিকা ॥ ( পানের থিলি হাতে নিয়ে ) ( গান ) পাহাড়ে ছিল এলাচ, লঙ্গ পার-ঘাটে ! কুরঙ্গিক। লালচে রাঙা ঠোঁটের জুটল এক হাটে ! নকুলিকা ৷ ছিল যে চুণ ভাটিতে,— কুরঙ্গিক ॥ খয়েরের বাগানটিতে,—