ধূপের ধোয়ায় উভয়ে। সুপারির সঙ্গে তারাও ফন্দী কি অর্ণটে ! নকুলিকা ৷ মিলে শেষ পান-খিলিতে,— কুরঙ্গিক । রূপসীর বালাই নিতে,— উভয়ে৷ লিখে দ্যায় রঙীন লেখা হাসির কপাটে ! নকুলিকা ৷ মধুরে মধুর ক’রে কুরঙ্গিক । স্থবাসে দ্যায় রে ভীরে উভয়ে। মিঠে-ঝাল কি মন্তরে নাচায় একনাটে ! কুরঙ্গিক। তুই যাবি, না, আয়ির সঙ্গে সারাদিন রঙ্গ করবি ?... বেলা গড়িয়ে গেল......এর পর গেলে কুমারদের সঙ্গে দ্ব্যাখাও হবে না, .... .. চিঠিও দেওয়া হবে না । ......তিন দেউড়ী পার হয়ে যেতে হবে, মনে থাকে যেন । নকুলিকা ॥ রোস না ভাই, একটু জিরোই, ......আমার বড্ড গা টিসটিস করছে। কুরঙ্গিক ॥ অ ! বটে ! আমারও বডড হাত নিসপিস করছে । ( কিল ) নকুলিকা ॥ যা’ না,......ছাখ, রাগালে কিন্তু এখ খুনি গালাগালি করব, • কুরঙ্গিক ॥ গালাগালি ?...কি রকম গালাগালি ভাই!... যেমন হাতে হাতে হাতাহাতি, চুলে চুলে চুলোচুলি, গলায় গলায় গলাগলি,... তেমনি ধারা নাকি ? くミ ੋ
পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।