পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় [ তন্দ্রাবুড়ীর পুনঃপ্রবেশ ] তন্দ্রাবুড়ী ৷ নিয়ে গেল, নিয়ে গেল, মাথা খেলে আমার!--•••অ বাপু কিঙ্কিন্ধেবাসী, আ হুল্পমান!..-ও গাছ-মোগু নয়. .ও হাতীর র্দাতের গাছ-কোঁটে .....ও খাওয়া যায় না রে, খাওয়া যায় না,......দিয়ে যা, . ...কি আপদেই পড় লুম গা, অ বেতন্ত দিদি !......মুখপোড়া বেল নিলে না, আমার মাথা খেতে কৌটো নিয়ে পালালো, • • • • দিয়ে যা রে দিয়ে যা..... বলি, অ হুকুমান .....অ কিচ কিন্ধে ।-- --অ মুখপোড়া ! [ প্রস্থান তৃতীয় দৃশ্য [ হাওয়া-মঞ্জিল, চারিদিকে শ্বেতপাথরের জালি ; একদিকে একটা মস্ত মালতী লতার গাছ লতিয়ে উঠে চাদোয়া রচনা করেছে । ছোটো মাটির কুণ্ডায় জুই ফুলের গাছ । শ্বেতপাথরের বেদীর উপর সীতা, উৰ্ম্মিলা ও মাগুবী উপবিষ্ট, কাছে বিহঙ্গিক। ] বিহঙ্গিক ৷ { গান ) কুড়ি ওই পাখনা মেলে – পাপড়ি বলে ভুল কর না !

  • 8