পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোঁয়ায় দেছে ভর পাখায় ভ্রমর, তাই বুঝি ফুল উদাস-মনা ! বাধা যে আছে বোটায়,— ভুলে যায়,—পরাণ লোটায় ;– কেঁদে কয় বন্ধু ! আমায় শেখাও দূরের আনাগোনা । মিনতি হ’ল মিছে, চায় না পিছে, ভ্রমর মোটে, করে ফুল আথাল-পাথাল উতল হাওয়ায় মাথা কোটে ! খুলে যায় বোটার বঁাধন,— বুঝি বা ঘুচল কঁাদন ; না রে না,—হর্ষে বিষাদ,— ধুলায় লোটায় চাদের কোণা ! সীতা ॥ ফুলের দুঃখু তার সঙ্গী চ’লে গেল, সে সঙ্গে যেতে পেলে না, বেচারী সঙ্গ-মুখে বঞ্চিত হ’ল ।......ভোমরা কি ভাবলে তা ভোমরাই জানে।.....যারা দূরে যায় তারা পুরোনো হারিয়ে নতুন পায় ......কত নতুন ফুলের সৌরভ, чp a o g a a কত নতুন পার্থীর কাকলি .....কত নতুন চোখের বিদ্যুৎ......তাদের মন হরণ করবার জন্তে......বিজন বনেও মায়াপুরী নিৰ্ম্মাণ ক’রে রেখেছে। কিন্তু, ধারা চোথের জল সম্বল ক’রে পিছনে প’ড়ে বইল, . ૨ (t