পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় ...স্নান হাসি হেসে, আপনার জনকে বিদায় দিয়ে, অর্ণধার মুখে ঘরের অন্ধকার কোণে ফিরে এল, তাদের সব শূন্ত, সব খালি, সব ফাক ! সেই পুরোনো ঘর-জুয়ার, সেই পুরোনো সাজ-সরঞ্জাম, সেই সমস্ত ! ...নতুনের মধ্যে ?......ভর ঘরের মাঝখানে—দুর্ভর ব্যাকুলতা, ঘরভরা কান্না, .....বুকভরা হাহাকার ! .....চেনা মুখের হাসি চাইলেও দেখতে পাওয়া যায় না, স্মরণের সোনার কোঁটোয় সাত রাজার ধন মাণিক হ’য়ে বিরাজ করে । উৰ্ম্মিলা ৷ দিদি ! সীতা । ( আকাশের দিকে চেয়ে, অন্যমনস্কভাবে) পূব দিকের সাদ মেঘগুলো সোণার বর্ণ হ’য়ে উঠেছে, আজ কি পূর্ণিমা ? উৰ্ম্মিলা ৷ আজি তো নয়...... কাল...... সীতা । এটা না মধু-পূর্ণিমা ? I উৰ্ম্মিলা। হ্যা, মধু-পূর্ণিমা......বসন্তোৎসব। সীতা ॥ এবার বসন্তোৎসব নিরানন্দে কাটাতে হবে,... ..এবার নিরুৎসব । মাগুবী ॥ এটা কি এদের ভালো হ’ল ? ... শ্রুতিকে তখন হেসে উড়িয়ে দিচ্ছিলুম, কিন্তু এখন দেখছি নানা রকমে বঞ্চিত হচ্ছি......চারিদিক থেকে বঞ্চিত হচ্ছি। উৰ্ম্মিল ॥ এখন মনে হচ্ছে, শ্রুতি কিছু অন্যায় করে-নি, ঠিকই করেছে...... l ২৩