পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় হয়নি বলে প্রতিজ্ঞা করেছ যে সজ্ঞানে সরযু-লাভ হ’লেও এই আজ্ঞাবহ ভূত্যকে সে সংবাদ জ্ঞাপন করবে না ! ! কি আশ্চৰ্য্য ! তোমার মতন প্রজ্ঞাবতী নারীর কি এই বিচার ? ভালো, আমি......খুড়ি......আমরাও প্রতিজ্ঞা করছি, যে 曾 তোমরা না আহবান করলে আর ওমুখে হব না, এমন কি নগরেও ফিরব না ; যে দিকে দুই চক্ষু যায়, আক্ষেপের সঙ্গে বলতে হচ্ছে, যে সেই পথেরই পথিক হব । অভিমান নামক সামগ্ৰীটি কেবল ভামিনী কুলেরই একচেটে নয়। ইতি— তোমার হতভম্ব ভর্তা—ভরত বৰ্ম্ম! উৰ্ম্মিলা ॥ ( মাণ্ডবীর মুখের দিকে চাইলেন । ) মাণ্ডবী ৷ (গালে হাত দিয়ে ভাবুতে বসুলেন কি নিজের গালে নিজে চিমটি কেটে ਵਿੱਚ বেয়াদবীর দগুবিধান করলেন তা’ ঠিক বুঝতে পারা গেল না । ) শ্ৰুতকীৰ্ত্তি ॥ ( দাড়িয়ে উঠে। আবার ঠোঁটের উপর ঠোট চেপে দুই হাতের মুঠো শক্ত করে বসে পড়লেন। ) সীতা ॥ শ্রীতি ! এইবার তোর চিঠি,. ( পাঠ } শ্ৰুতকীৰ্ত্তি, *a *. তোমার আবার এ কি নূতন কীৰ্ত্তি ! দস্তুরমত নারীবিদ্রোহ পাকিয়ে তুলেছ দেখছি। তোমরা চারজনে একজোট হয়ে আমাদের চার ভাইকে দমিয়ে দেবে

○>