পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোঁয়ায় ভেবেছ ? সেটি হচ্ছে না, আমরাও চারজনে এককাটা হলুম, জানবে । দেখি করা হারে আর কারা জেতে। বিদায়ের আগে শুধু এইটুকু ব’লে রাখছি, যে তোমরা বিধিমতে সাধ্য-সাধনা না করলে সাধের অযোধ্যায় আর পদার্পণ কছি-নি। ইতি— তোমার শক্রর—শক্র পুনশ্চ :–লিখেছ কথা না রাখলে আর চিঠি লিথ বে না, এই তোমার প্রতিজ্ঞা । ভালো, আমি তোমার প্রতিজ্ঞ ভঙ্গ করতে চাই-নে। তবে স্বামীর কৰ্ত্তব্য আমায় করতেই হবে। যদি কোনোদিন স্মরণ করবার আবশ্যক হয় তবে এইসঙ্গে যে অঙ্গুরী পাঠালুম, সেইটি পাঠিয়ে দিও। ইতি শ– মাগুৰী ॥ তা হ’লে ঠিকানা দিয়েছে। সীতা । কই না । ( চিঠি উণ্টেপাণ্টে দেখলেন ) মাণ্ডবী ॥ কোথায় পাঠাতে হবে বলে-নি ?...নকুলিকা ! নকুলিকা ॥ কই সে কথা আমাদের কিছু বলেন-নি। শ্ৰুতকীৰ্ত্তি। তা বলতে যাবে কেন ?......আশা জাগিয়ে নিরাশ । ক’রে অপমানের উপর অপমান করবার ও আর-একটা ফনদী । মাগুৰী ॥ দেখলে দিদি, চিঠির সব हित्रि দেখলে ? ৩২