পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোঁয়ায় উৰ্ম্মিলা ৷ কি হবে, দিদি ?... .অযোধ্য যোদ্ধাশূন্ত হ’য়ে রইল ; কি হবে ? মাণ্ডবী ॥ কি আবার হবে,......ওঁরা নইলে সত্যিই কি অযোধ্যা অরণ্য হবে ..... উৰ্ম্মিলা ৷ আমাদের পক্ষে হবে বই কি...... শ্ৰুতকীৰ্ত্তি ॥ না, না, তুমি অমন দমে যেয়ে না.দমে গেলে চলবে না ...আমাদের অভিমানের অপমান ক’রেছে...... আমাদের বিদ্রোহী বলেছে,......বেশ••• ...আমরা বিদ্রোহই ঘোষণা করলুম। \ মাণ্ডবী ৷ আমরা রোগে পড়ি, মরে যাই,......কোনো খবর দেব না । শ্ৰুতকীৰ্ত্তি ॥ বিপদ হোকৃ আপদ হোকৃ••••••কোনো খবর দেব না, 動 醯 匈 @ 喻 輸 কৌশল দুর্গ শক্র এসে ঘেরাও করলেও না । সীতা ॥ ভগবান করুন, তেমন দিন যেন না হয় । শ্ৰুতকীৰ্ত্তি ॥ যদি হয়, মেয়েরাই এ দুর্গ রক্ষা করবে, পুরুষের শরণাপন্ন হবে না। জয় হয় ভালোই......হেরে যাই অগ্নিদেব আছেন । সীতা ॥ শ্রুতি, তুই কি বক্ছিস্ ?...... মাণ্ডবী। সব তাতেই কি বাড়াবাড়ি ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ না, দিদি, বাড়াবাড়ি নয়,......যারা অকারণে আমাদের মনে আঘাত দিতে পারে, তাদের করুণা ভিক্ষণ ভিন্ন, VL) هي (يا(