এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ধূপের ধোয়ায় শ্ৰুতকীৰ্ত্তি ॥ পড়বে না। নকুলিকা ॥ তা হ’লে আর এক পা এগিয়ে গাছগুলি সব ক্লেটে বাগানে শুধু লতা রাখলেই তো ভালো হয়। ব্যাকরণে বলেছে গাছগুলো সব পুরুষ. শ্ৰুতকীৰ্ত্তি ॥ হাসি নয়,... . তাই হবে ; আমার বাগানের লতাদের আর গাছের মুখাপেক্ষী ক’রে রাখব না। যা’ বলেছি তা’ করব, যতদুর চালানো যায়, চালাব ; শেষ না দেখে ছাড়ব না । উৰ্ম্মিলা ॥ মনে থাকে যেন কাল মদন-মহোৎসব......কন্দপ-মন্দিরে যাবি-নে তো ?......কন্দৰ্প পুরুষ-দেবতা । এতকীৰ্ত্তি ॥ যাই-ন-যাই দেথতেই পাবে...... মাণ্ডবী ৷ ই্যা, যখন বিদ্রোহী বলেছে তখন বিদ্রোহ কাকে বলে তা দেখিয়ে দেওয়া চাই । *: নেপথো ॥ স’রে যাও !......স’রে যাও !......হাওয়া-মঞ্জিলে হনুমান পড়েছে !• • • • • সাবধান ! স’রে যাও ! উৰ্ম্মিলা ৷ ( সভয়ে ) স’রে এস দিদি, স’রে এস ! সীতা ॥ চল ভিতরে যাই । [ সকলের প্রস্থান N❍ ☾