এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ধূপের ধোঁয়ায় তোরি তরে সরোবরে ফুটায়েছে ফুল রে । তুলে নাও, কোনো ছলে পথ বিসরি’ ! তোরি তরে অন্তরে জুটায়েছে ভুল রে ! যদি চাও দাও ভেঙে সে ভুল ওরি ! মুকুলিকা ৷ কি সুন্দর, ভাই, দ্যাখ, কি চমৎকার । সকলে ॥ কি ? ভাই, কি ? মুকুলিকা ॥ দেখে যা, দেখে যা, ফুলের ফোটা দেখে যা’, সন্ধ্যামণির বন্ধ করা পাপড়ি দেখতে দেখতে খু’লে যাচ্ছে ! সকলে ॥ ওরে আয় আয়, ফুলের ফোটা দেখ বি আয় ! ( গান ) ফুলের ফোটা দেখবি কে ?” সাঝের পর যায় ডেকে । যেই ইসারায় ঈষৎ শশী হাস্ল নীলাকাশ থেকে ! সাঝের পরী যায় ডেকে ! আবছা আলোয় উস্খুসিয়ে রসের বেদন উসকে দিয়ে বাতাস বিভোল,—কুড়ির প্রথম পাপড়ি খোলার হাই লেগে ! <)ፃ