পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় ঝুমকো-লতার ঝুরির ডোরায় অবাক ঝিঝি ঝিমিয়ে চায় ! নয় যে কুঁড়ি নয় যে কুসুম নিঝুম হ’য়ে দেখছে তায় ! পাপিয়া কোকিল উঠছে গেয়ে ফুল-ফোয়ারার ছন্দ পেয়ে, বলছে জোনাক আলোর বুলি ভালোবাসার বোল ঢেকে । কপোতিক ৷ সন্ধ্যা হ’য়ে এল, বা রে! মালিনী কই ? নিপুণিকা ॥ আমার ফুলের চোলিটার কি ক’ল্লে কে জানে! মুকুলিকা। ভারী মজার লোক, যা হোকৃ.••• কপোতিক। কাল উৎসব, আজ কি আর তার মরবার ফুরসুৎ আছে ? নেপথ্যে | ( গান ) খাস বাগানের ঠাস গোলাপে রাশ করে । বেঁধেছি পরিপাটি এই তোড়াটি বসন্তে উদাস ক’রে ! নিপুণিক ॥ মরবে কি ?......অনেককাল বাচ বে......ঐ যে তার গলা পাচ্ছিস-নি ? سbr(ی\