পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় তরুণীর দল। না, না, ভাই ঠিক বল না, মালিনী। তবে চাই কানের সোনা, দরদী দর ক'রন। কিনতে সুন্দরে । [ ফুল নিয়ে তরুণীদের প্রস্থান শ্ৰুতকীৰ্ত্তি ও নকুলিকার প্রবেশ ] নকুলিকা ৷ মালিনী ! উদ্যান-পালিকে ! দাড়াও ! দাড়াও ! শ্রতকীৰ্ত্তি ॥ মালিনী । এদিকে এস ...... শোনে,- ••••• অামার মহলে আমি পুরুষের সংস্রব রাখতে চাই-নে......তুমি বাগানের সব কাজ করতে পারবে ? মালিনী ॥ (বিস্মিতভাবে ) সব কাজ ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ হঁ্যা • • • • সমস্ত কাজ,• • • • •ঘাস নিড়ানো, মাটি কোদলানো, কলম বাধা, সার দেওয়া, । নকুলিকা ॥ দরকার হ’লে গাছে ওঠা, ডাল ঝুড়ে দেওয়া, জঙ্গল কেটে ফেলা-••••• মালিনী ॥ কেন, মালী ? শ্ৰুতকীৰ্ত্তি ॥ বল্লম পুরুষের সংস্রব রাখব না......মালী ছাড়িয়ে দেওয়া হবে. • • • • • ". মালিনী ॥ গাছে উঠতে হবে ? .....গাছ কাটতে হবে ?. শ্রতকীৰ্ত্তি ॥ হা, হবে......কতবার বলব...... মালিনী ॥ তা......আচ্ছা......আপনি যখন বলছেন......তখন 8&