ধূপের ধোয়ায় যথাসাধ্য চেষ্টা ক’রে দেখ ব,......তা সম্প্রতি কি করতে হবে ? Q তকীৰ্ত্তি ॥ সম্প্রতি বাগান থেকে সমস্ত গাছ কেটে উড়িয়ে দিতে হবে ;......অর্থাৎ সংস্কৃতে যাকে বৃক্ষ বলা যেতে পারে সেই সব গাছ কেটে ফেলতে হবে,...লতা গাছ কাটতে হবে না । মালিনী ॥ বাগানে ঘোড়দৌড় হবে বুঝি ? নকুলিকা ॥ না, না, ঘোড়দৌড় হবে কেন...... বুঝতে পারলে না, লতা গাছ মেয়ে জাতের গাছ কিনা, তাই ওদের কাটা হবে না, বাকী সব পুরুষ গাছ......তাই সেগুলো সব বাগানের বার ক’রে দেওয়া হবে,......তা সহজে তো বার করা যাবে না. তাই অস্ত্রের সাহায্য নিতে হবে......কেটে উড়িয়ে দিতে হবে ৷ մի মালিনী ॥ ( ঈষৎ একটু ঘোমটা টেনে ) গাছ পুরুষ মানুষ ? কুি ক’রে জানলেন ? ' নকুলিকা ॥ ব্যাকরণ ব’লে এক শাস্তর আছে,... সেই শাস্তরে সব লেখা আছে, ...... মালিনী ॥ ( প্রণাম করে) শাস্তরে বলেছে ?.. তা হ’লে কাটুতে হবে বই কি !.....ত এক কাজ করলে হয় না,...কাটা দিয়ে কাটা তুল্পে হয় না, ......মালীদের তো তাড়িয়ে দেবেন, তা মালীদের দিয়ে গাছগুলো কাটিয়ে নিয়ে তাড়িয়ে দিলেই তে সকল দিকে সুবিধে হয় । 8 ○
পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।