পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় শবরী। উছ.এ জুড়িভাঙা পায়র, জুড়িদারের কাছে চিঠি নিয়ে যায়,......যাকে মনে ক’রে চিঠি ছাড়বে......তারি হাতে পৌছে দেবে। শ্ৰুতকীৰ্ত্তি ॥ বটে ?......বটে ?......এ পায়রা তুই কোথায় পেলি শবরী ? শবরী ॥ আমাদের সর্দারের যে সর্দার তার কাছে পেয়েছি । তার নাম দুষ মন-কাটারী। কুরঙ্গিক । ( চোখ টিপে মান করলে ) অত নাম-ধামের দরকার কি আমাদের......কি দাম চাস ? তাই বল্‌ না । শবরী ॥ এই পায়রার ওজনে সোনা চাই । ...--সর্দার-রাজী ব’লে দিয়েছে...তার কমে বেচ তে মানা আছে... শুতকীৰ্ত্তি ॥ আচ্ছ, তাই হবে,...নকুলিকা, পায়রার ওজনে যত সোনা হয়, দিয়ে দিস । ( প্রস্থানোদ্যত ) শবরী ॥ বাস ?.*হ’য়ে গেল সওদা ?......আর কিছু চাই-নে ? 惠 禦 @ @ ↔ @ আমার ঘরে অনেক রকম জানোয়ার আছে... ... শ্ৰুতকীৰ্ত্তি ॥ ( একটু ভেবে ) আচ্ছা, আপাতত একটা মেয়েকোকিল, একটা মেয়ে-ময়ুর আর একটা মেয়ে-হরিণ এনে দিস । নকুলিকা ৷ কেন ?......তোমার হরিণ, ময়ুর সব কি হল ? শুতকীৰ্ত্তি ॥ কি আর হবে ?......তাড়িয়ে দিয়েছি, উড়িয়ে দিয়েছি, ● 帽 ● 喻 歌 পুরুষ-জন্তু পুষব না, .ওদের হৃদয় নেই। 8