পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোঁয়ায় विडौन्न हूं) ‘. [ মানাগায়ের সম্মুখ ; অসংখ্য ধাপওয়ালা একটা সিড়ির খানিকট দ্যাখা যাচ্চে, সিড়ির মাথা থেকে পাতাল-ঘরে আলো এসে পড়েছে । একটা কুলুঙ্গিতে সিদুর-মাখানো একটা মকরের পিঠে বরুণের মূৰ্ত্তি ; একটা কুলুঙ্গিতে কতকগুলো ফুল আরেকটাতে একটা কোঁটে । একজন যবনী শাস্ত্রী ধনুৰ্ব্বাণ নিয়ে পায়চারি করছে। স্নানাগারের ভিতর থেকে দর্পণ, কাজললতা প্রভৃতি নিয়ে চঞ্চল-চরণে চঞ্চরীকার প্রবেশ । ] ঘবনী ॥ চিঞ্চিনাটি ! চঞ্চরীক (মুখ ভেংচিয়ে ) চিঞ্চিনাটি ! পিছনে ডাক্‌ছ কেন বাবুইহাটি ? পাথরের সিড়িতে হোচট খেয়ে পড়ে ময়ূব ? ঘবনী ॥ মর্ব ? না পৰ্ব্ব,—কাল পৰ্ব্বদিন ? চঞ্চরীকা ॥ হ্যা গো, কাল মদন মহোৎসব,—ভালোবাসার পরব । যবনী ॥ ( আকর্ণবিশ্রান্ত হাসি হেসে ), ভালোবাসা ?......ঈরস அ ஆ இ இ ) ,ே কি আফ্রোজিনি ?......মেয়ে কি মরদ ? চঞ্চরীকা ॥ আমাদের ভালোবাসার ঠাকুর মেয়ে নয়, মরদ, তার নাম কনপি | যবনী ॥ আমাদের যবন-মণ্ডলে ভালোবাসার ভারি দেবতা হচ্ছে মেয়ে লোক... তার নাম আফ্রোজিনি,......হালকা দেবতা ঈরস ধনুক নিয়ে বেড়ায়,••••••আফ্রোজিনির বেটী । চঞ্চরীকা ॥ ধনুক নিয়ে বেড়ায় ?••••••সে তো আমাদের কন্দপ,

  • 會 ↔ ■ 會 @ তোমরা তাকে কি বল ?

8 8వి