পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোয়ায় নকুলিকা ॥ না, তার শরীর একটু অসুস্থ হ’য়ে পড়েছে, তিনি আসতে পাবেন না । শ্ৰুতকীৰ্ত্তি ॥ শরীর অসুস্থ নয়, ••••••মনে সুখ নেই, ...তাই এলেন না, ... . . . আমি বুঝেছি। মাণ্ডবী ৷ উৰ্ম্মিলার কি হ’ল ? নকুলিকা ॥ সীতাদেবী এক্লাটি আছেন, সেইজন্তে তিনি তার কাছে রয়েছেন । শ্ৰুতকীৰ্ত্তি ॥ নাঃ আজকে আর জম্বে না, ..... সব মাটি...... সকল রকমে মাটি......সব মাটি । [ প্রস্থান মাওবা । ( ছোটো গলায় ) নকুলিকা, শ্রুতির অবস্থা দেখলি ? ф 9 ф а о а ও বাইরে কারুকে জানতে দিচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে ওর মন কাদতে সুরু ক’রেছে । নকুলিকা ॥ ওঁর একৃলার নয়, অনেকেরই মন কঁদিতে মুরু ক’রেছে। এই বসন্তকাল......চাদনী রাত......এমন রাতে একলাটি ; • • • • • • এক রকম ভালো......বসন্তে নিম্ব ভোজন । டி [ মাওবা ও নকুলিকার প্রস্থান প্রথম ॥ আজ আমরা কার মুখ দেখে বেরিয়েছিলুম, কে জানে, কারুকে খুলীও করতে পায়ূলুম না, নিজেরাও খুলী হওয়া গেল না | శ్రీఛ్