পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধূপের ধোঁয়ায় [ সাজিতে ফুল নিয়ে জনকয়েক তরুণীর প্রবেশ ] প্রথম ॥ চল ভাই, এইবেল পূজো দিয়ে আসি ! .. ...এখনি ভিড় হ’য়ে পড়বে। দ্বিতীয় ॥ পুরুং এসেচে ? তৃতীয় ॥ এ পূজোয় আবার পুরুৎ কি ?...... আমরাই পুরুৎ ! সকলে ॥ ( গান ) আমায়, অশোক ফুলের রূপটি দাও ! মদন ! সদয় নেত্ৰে চাও ! মল্লিকারি মনোহরণ মন্ত্র শিখাও, কিশোর-শরণ ! নীলোৎপলের কাজল দিয়ে দৃষ্টি ছাও ! আমের মুকুল আকুল আশা সফল কর ভালোবাসা u অরুণ অরবিন্দ হিয়ায় রস ঘনাও ! মদন ! সদয়-নেত্ৰে চাও ! [ মন্দিরের দিকে গমন একদিকে মুকুলিকা, বল্লৱীক আর অন্যদিকে নিপুণিক ও তরঙ্গিকার প্রবেশ ] বল্লরীকা ॥ এই যে, লোক আসতে সুরু হয়েছে । “) о