এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ধূপের ধোয়ায় ( গান ) আমরা দু’টি স্বৰ্গ লুটে মৰ্ত্ত ভরেছি। অনুরাগের পরাগ পরিবর্ত করেছি ! ফুটেছি এক বৃন্ত পরি, বিভোল বাতাস উদাস্ করি, পরিমলের আমরা পরী মূৰ্ত্তি ধরেছি ! পরশ-মণির ক্ষোভ পাশরি, জীবন-মরণ প্রেমের সাধন সৰ্ত্ত করেছি ! নিপুণিকা ॥ ওরে এদের ছাড়িস-নি......দে, দে, ......রং দে...... কুমুমিকা ॥ ফুলের গায়ে আর রং দিয়ে কি হবে......আমরা অম্নিতেই রঙীন...... [ গাইতে গাইতে মন্দিরের দিকে প্রস্থান নিপুণিকা ॥ ও ধূম লেগে গেছে...আবার কারা আসছে... ওরে, মদনিক মদন সেজেছে......হাতে ফুলের ধনুক...... [ মদন-রতির বেশে মদনিক ও আরাত্রিকার প্রবেশ ] তরঙ্গিক ॥ মাথায় ফুলের মটুক...তোমরা কে গা ?......যেন চেন চেন করছি... তোমরা কে ভাই ? שאף