ধূপের ধোঁয়ায় না দেখি আর কূল পাথারে শকতি যে নাই সাঁতারে, ভেরে এল অঙ্গ ভরা ডুবল বুঝি রইল না ! উৰ্ম্মিলা ৷ বিহঙ্গিক । বিহঙ্গিক :......এ সঙ্গীত তুই কোথায় পেলি আমার কুষ্ঠিত অস্তরের অস্ফুট হাহাকার মুরের ইন্দ্রজালে কি ক’রে ফুটিয়ে তুললি । বিহঙ্গিক !......কই বিহঙ্গিক তো এখানে নেই! -কে গাইলে ?......বেলা পড়ে আসছে......পড়ন্ত রোদুরে ঝরা বকুলগুলো শুকিয়ে কুঁক্ড়ে যাচ্ছে,......আমার মনের ভিতরটাও অম্নি শুকিয়ে যাচ্ছে......ঠিক্ অম্নি কুঁক্ড়ে যাচ্ছে.. ...হুতাশের হাওয়া বইছে......আর যে পারছি না, আর যে সইছে না। ----- কি কলুম, ...... কি হ’ল ; বিধাতা !......যে দুৰ্ব্বল...... তার পায়ে পায়ে অপরাধ...... পদে পদে আতঙ্ক...... সে কেবল র্কাদতেই জন্মেছে ! ( চোক ঢেকে নীরবে ক্ৰন্দন ) সীতার প্রবেশ ] সীতা ॥ উৰ্ম্মিল !......ছি বোন......শুধু শুধু চোখের জল ফেলতে নেই......ওতে অমঙ্গলকে ডেকে আনা হয় । ... দুর্দিন আসবার আগেই তুই যে আতঙ্কে শুকিয়ে যেতে বসেছিস, a’L
পাতা:ধূপের ধোঁয়ায়.djvu/৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।